Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 কি সেবা কিভাবে পাবেন

ক্রমিক নং

সেবা সমূহ

কি সেবা কি ভাবে পাবেন

 

০১

‘‘জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ’’ শীর্ষক কর্মসূচী

উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, লালমনিরহাট হইতে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, সো-পিচ এন্ড হ্যান্ডিক্রাফট মেকিং, সার্টিফিকেট ইন বিউটিফিকেশন বক্স মেকিং এন্ড প্যাকেজিং এবং ব্লক বাটিক অ্যান্ড প্রিন্টিং এই ৫টি ট্রেডে মোট ১০০(একশত) জন প্রশিক্ষনার্থীকে দৈনিক ১০০/- (একশত) টাকা হারে ভাতা প্রদানসহ ০৩ (তিন) মাস মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

 

০২

 

ভিডব্লিউবি কর্মসূচী

লালমনিরহাট সদর উপজেলা সহ ৫ টি উপজেলার ৪৫ টি  ইউনিয়ন পর্যায়ে  মোট ১২২৯১জন দুঃস্থ মহিলাদেরকে ০২ (দুই) বছর মেয়াদে প্রতিমাসে মাথাপিছু ৩০ কেজি হারে প্যাকেটজাত বস্তায় খাদ্যশষ্য চাল বিতরণ করা হয় ও চুক্তিবদ্ধ এনজিও এর মাধ্যমে ভিজিডি উপকারভোগীদেরকে প্যাকেজ সেবা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। তহবিল গঠনের জন্য কার্ড প্রতি মসিক ২০০/- টাকা হারে সঞ্চয়ের টাকা ব্যাংকে জমা করা হয়। মেয়াদ শেষে উপকারভোগীকে সুদ সহ সঞ্চয়ের সমুদয় টাকা একযোগে ফেরত প্রদান করা হয়।

 

 

০৩

 মা ও শিশু সহায়তা  কর্মসূিচি

লালমনিরহাট সদর উপজেলার সহ ৫ টি উপজেলার ৪৫ টি ইউনিয়ন পর্যায়ে মোট  জন ১৯৩২২ গর্ভবতী দুঃস্থ মহিলাদেরকে জুলাই/২০১৬ হতে জুন/২০১৯ অর্থবছর পর্যমত্ম ৩৬ মাস মেয়াদে প্রতিমাসে ৮০০/- (আট) শত টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। চুক্তিবদ্ধ এনজিও এর মাধ্যমে উপকারভোগীদেরকে প্যাকেজ সেবার মাধ্যমে স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

 

০৫

 

স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন রেজিষ্ট্রেশন সংক্রান্ত

স্বেচ্ছসেবী মহিলা সংগঠন সমুহ রেজিষ্ট্রেশনের সংক্রান্ত নীতিমালা মোতাবেক  প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ অর্থ মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক কোর্ড নং ১-৩-০২১-২৬৮১ ট্রেজারী চালান মারফত সোনালী ব্যাংকের মাধ্যমে ননট্রেক্স রেভিনিউ খাতে ৫০০০ টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করে জমার মুল চালান কপি সহ রেজিষ্ট্রেশনের জন্য জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবরে আবেদন জমা দিতে হবে। প্রয়োজনী কাগজ পত্রাদি যাচাই বাছাই করে নীতিমালার আওতায় পড়লে রেজিষ্ট্রেশন প্রদান করা হয়।

 

 

০৬

নিবন্ধীকৃত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহ

লালমনিরহাট জেলাধীন নিবন্ধীকৃত ডিসেম্বর/২০১৫ ইং মাস পর্যন্ত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহ এর সংখ্যা মোট ৬২ টি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উন্নয়ন মূলক কার্যক্রম করে থাকে যেমন- সেলাই প্রশিক্ষণ, নকশী কাঁথা, গবাদি পশু পালন, সবজি চাষ, মৎস্য চাষ, গাভী পালন ইত্যাদি। এছাড়াও  বাকি সংগঠন গুলো নারীদের উন্নয়নের জন্য সমিতির সভানেত্রী/সম্পাদিকার নেতৃত্বে গ্রামের প্রত্যমত্ম এলাকার মহিলাদেরকে গণশিক্ষা ও স্বাক্ষর জ্ঞানদান, নারী  নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ বন্ধ, যৌতুক নিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ সহ নারীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য উঠান বৈঠকের মাধ্যমে জ্ঞান দান করা হয়ে থাকে।

 

০৭ কিশোর-কিশোরী ক্লাব স্থাপন লালমনিরহাট সদর উপজেলার সহ ৫ টি উপজেলার ৪৫ টি ইউনিয়নের ৪৫ টি স্কুলে ক্লাব স্থাপন করা হয়েছে। 
০৯  আইনি সহায়তা  আইনি সহায়তা প্রদান করা হয়।
১১ ক্ষুদ্র ঋণ প্রদান মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ক্ষুদ্র ঋণ প্রদান